বিশুদ্ধ পানির জন্য সংগ্রাম
প্রকাশিত: ০৪:২০ পিএম, ২৩ জুন ২০২৪
আপডেট: ০৪:২০ পিএম, ২৩ জুন ২০২৪
চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ি আদিবাসী পাড়ায় শুষ্ক মৌসুমে বিশুদ্ধ পানির জন্য হাহাকার দেখা দেয়।
-
জানা গেছে, মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের তালবাড়িয়া, করেরহাট ইউনিয়নের সাইবেনীখীল, নলখো, কয়লা, কালাপানিয়া ও খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব মসজিদ্দিয়া ত্রিপুরাপাড়ায় তীব্র বিশুদ্ধ পানির সংকট রয়েছে। এসব পাড়ায় প্রায় এক হাজার ত্রিপুরা আদিবাসী পরিবার বসবাস করছে। ছবি: এম মাঈন উদ্দিন
-
আদিবাসী পাড়াগুলোতে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। কিছু পরিবারের কাছে নলকূপ থাকলেও অধিকাংশ আদিবাসী স্বচ্ছল পরিবারগুলো থেকে পানি কিনে ব্যবহার করছে। ছবি: এম মাঈন উদ্দিন
-
মাথায় করে হাড়িভর্তি পানি বয়ে নিচ্ছেন নারীরা। ছবি: এম মাঈন উদ্দিন
-
কুয়া থেকে পানি সংগ্রহ করছে এক শিশু। ছবি: এম মাঈন উদ্দিন
-
শুষ্ক মৌসুমে বিশুদ্ধ পানি না পেয়ে তারা বাধ্য হয়ে ছরার ময়লাযুক্ত পানি ব্যবহার করেন। ছবি: এম মাঈন উদ্দিন