আজকের আলোচিত ছবি: ১৫ জুন ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
১৯৭৪ সালের দুর্ভিক্ষ ও ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পটভূমি উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, এখনো কিছু লোকের সেই চেষ্টাটা আছে। আজ গণভবনে কৃষক লীগের উদ্যোগে ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ-২০২৪ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছবি: পিআইডি
-
সৌদি আরবে আজ শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। হজ পালনকারীরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করেন আরাফাতের ময়দান। এর আগে সেলাইবিহীন সাদা কাপড় (ইহরাম) পরে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্যে দিয়েছে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা। ছবি: এএফপি
-
হজের অন্যতম রোকন বা ফরজ হলো উকুফে আরাফাহ বা আরাফার ময়দানে অবস্থান করা। আরাফায় অবস্থানকালে উত্তম হলো কিবলামুখী হয়ে দাঁড়িয়ে সন্ধ্যা পর্যন্ত তালবিয়া, দরুদ, দোয়া, জিকিরে মশগুল থাকা। এ সময় দোয়া কবুল হয়। তাই বেশি বেশি দোয়া করা উচিত, গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত। ছবি: এএফপি
-
কোরবানির বাকি মাত্র একদিন। শেষ মুহূর্তে হাটে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ছোট আকারের, বিশেষ করে ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা দামের গরু বেচাকেনা শুরু হয়েছে। বড় গরুর ক্রেতা হাটে নেই বলা চলে। আজ গাবতলী পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। ছবি: জাগো নিউজ
-
পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে। এইদিনে সেতু পারি দিয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। এতে টোল আয় হয়েছে ৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা, যা একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। ছবি: জাগো নিউজ
-
পবিত্র ঈদুল আজহার আর বাকি মাত্র একদিন। ঈদ উপলক্ষে তাই রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। গত বৃহস্পতিবার থেকে ঈদযাত্রা শুরু হলেও আজ রাজধানীর বাস টার্মিনালে আছে যাত্রীদের উপচেপড়া ভিড়। ছবি: জাগো নিউজ