পটুয়াখালীর পশুর হাটে উপচে পড়া ভিড়
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১৫ জুন ২০২৪
আপডেট: ১২:৩৪ পিএম, ১৫ জুন ২০২৪
পটুয়াখালীতে জমে উঠেছে পশুর হাট। জেলার ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা শহরের হাটগুলোতেও এখন ক্রেতা বিক্রেতাদের উপচে পরা ভিড়।
-
তবে গত কয়েকদিন হাটে বেচা বিক্রি কম হলেও আজ থেকে মূল বিক্রি শুরু হবে বলে জানান হাট সংশ্লিষ্টরা। ছবি: আব্দুস সালাম আরিফ
-
এছাড়া বিভিন্ন বাড়িতে গিয়ে অনেকে সরাসরি মালিকের কাছ থেকে গরু কিনছেন। ছবি: আব্দুস সালাম আরিফ
-
পাখির চোখে পটুয়াখালীর পশুর হাট। ছবি: আব্দুস সালাম আরিফ
-
এবার পটুয়াখালী জেলায় মোট ২৭টি হাটে গবাদি পশু বিক্রি হচ্ছে। ছবি: আব্দুস সালাম আরিফ
-
পশুর হাটগুলোতে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিমের পাশাপাশি জেলা পুলিশের নির্দিষ্ট টিম কাজ করছে। এসব পুলিশ ক্যাম্পে জাল টাকা সনাক্তসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হচ্ছে। ছবি: আব্দুস সালাম আরিফ