পশু থাকলেও ক্রেতা নেই শনিরআখড়ার হাটে
পবিত্র ঈদুল আজহার আগে বাকি আর একদিন। শেষ মুহূর্তে বিক্রির জন্য আনা কোরবানির পশু নিয়ে ক্রেতাদের জন্য অপেক্ষায় ব্যাপারীরা।
-
হাটে প্রচুর পশু থাকলেও ক্রেতাদের চাপ নেই। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
ব্যাপারীদের আশা, বিকেলে বাড়তে পারে ক্রেতাদের ভিড়। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
গরুর যত্ন নিয়ে সময় পার করছেন এক ব্যাপারী। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো হাটে পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। ফলে হাটের পশু এখন বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়েছে। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
হাট ঘুরে দেখা গেছে, ব্যাপারীদের অধিকাংশই অলস সময় পার করছেন। কেউ কেউ ক্রেতা না পেয়ে ঘুমাচ্ছেন। কেউ আবার বেচাবিক্রির পরিস্থিতি নিয়ে পরিবারের সঙ্গে মোবাইলে কথা বলছেন। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২০টি কোরবানির পশুর হাট বসেছে। এরমধ্যে সারুলিয়া স্থায়ী হাটসহ দক্ষিণ সিটিতে ১১টি এবং গাবতলীর স্থায়ী হাটসহ উত্তর সিটিতে ৯টি হাট বসেছে। ছবি: ইসমাইল হোসেন রাসেল