ঈশ্বরদীতে গরুর দামে খুশি ক্রেতারা
প্রকাশিত: ১১:৩২ এএম, ১৫ জুন ২০২৪
আপডেট: ১১:৩২ এএম, ১৫ জুন ২০২৪
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে শেষ সময়ে পাবনার ঈশ্বরদীতে জমে উঠেছে কোরবানির পশু বিক্রি। হাটে এবার গরুর দাম অন্যবারের তুলনায় কম হওয়ায় ক্রেতারা খুশি হলেও হতাশ খামারিরা।
-
জমজমাট পশুর হাটে গরু-মহিষের প্রচুর সমাগম হলেও বেশিরভাগ ক্রেতাদের পছন্দ ছোট ও মাঝারি গরু। ছবি: শেখ মহসীন
-
কোরবানির পশুতে ভরপুর উপজেলার অরণকোলা ও আওতাপাড়া পশুর হাট। ছবি: শেখ মহসীন
-
হাট মালিকরা বলছেন, অন্যবারের তুলনায় হাটে এবার গরু বিক্রি কম হয়েছে। ঢাকা ও অন্য জেলা শহরের গরুর ব্যাপারীরা এবার হাটে কম এসেছে। ছবি: শেখ মহসীন
-
ক্রেতারা পছন্দের গরু দেখছেন ও দরদাম করছেন। ছবি: শেখ মহসীন
-
ক্রেতা-বিক্রেতাদের দরকষাকষি ও বেচাকেনায় প্রাণবন্ত হাটের পরিবেশ। ছবি: শেখ মহসীন
-
সাশ্রয়ী দামে পছন্দের গরু কিনতে পেরে অনেকেই স্বস্তি প্রকাশ করছেন। ছবি: শেখ মহসীন