ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট
প্রকাশিত: ১১:১৯ এএম, ১৫ জুন ২০২৪
আপডেট: ১১:১৯ এএম, ১৫ জুন ২০২৪
অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুতে রাতে একাধিকবার টোল আদায় কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট তৈরি হয়েছে।
-
আজ ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশ থেকে এলেঙ্গা পর্যন্ত যানজটের কারণে আটকা পড়েছে শতাধিক গাড়ি। ছবি: আরিফ উর রহমান টগর
-
যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়েছে মহাসড়ক ব্যবহারকারী চালক ও যাত্রীরা। ছবি: আরিফ উর রহমান টগর
-
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: আরিফ উর রহমান টগর
-
এদিকে ১৪ জুন রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়। এসব যানবাহন থেকে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। ছবি: আরিফ উর রহমান টগর