টুং টাং শব্দে মুখর বেনাপোলের কামারপল্লি
যশোরের শার্শা-বেনাপোলে গ্রামীণ প্রাচীনতম ঐতিহ্যবাহী কামার শিল্প নানা সংকটে আজ প্রায় বিলুপ্তির পথে। প্রয়োজনীয় উপকরণের অভাব, কারিগরদের মজুরি বৃদ্ধি, তৈরি পণ্যসামগ্রী বিক্রি মূল্য কম, কয়লার মূল্য বৃদ্ধি, বিদেশ থেকে বড় বড় ব্যবসায়ীদের স্টিল সামগ্রী আমদানিসহ চরম আর্থিক সংকট ও উৎপাদিত পণ্যের চাহিদা কম থাকায় ও বিভিন্ন প্রতিকূলতার কারণে এ উপজেলা কামার শিল্প প্রায় বিলুপ্তির পথে।
-
কোরবানির ঈদকে সামনে রেখে কিছুটা ব্যস্ত সময় পার করছেন কামাররা। এখন দম ফেলারও সময় নেই কামার পাড়ার শিল্পীদের। ছবি: মো. জামাল হোসেন
-
দিনরাত সমান তালে লোহার টুং টাং শব্দে মুখরিত হয়ে উঠেছে প্রতিটি কামার পাড়া। ছবি: মো. জামাল হোসেন
-
জানা গেছে, এখনও প্রায় দেড় শতাধিক কামার পরিবার খেয়ে না খেয়ে তাদের বাপ-দাদার পৈত্তিক পেশা ধরে রেখেছে। সারা বছর অলস সময় পার করলেও কোরবানির ঈদ আসলেই অধিক শ্রম দিয়ে বেশি আয়ের স্বপ্ন দেখে কামার পরিবারগুলো। ছবি: মো. জামাল হোসেন
-
ছুরি, বটিসহ লোহার সরঞ্জামাদি তৈরিতে ব্যস্ত কামাররা। ছবি: মো. জামাল হোসেন
-
কামারপল্লি থেকে প্রয়োজনমতো দা-বটি কিনে নিচ্ছেন ক্রেতারা। ছবি: মো. জামাল হোসেন