দিশেহারা নিঝুমদ্বীপের বাসিন্দারা
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। মানবেতর জীবনযাপন করছেন এ ইউনিয়নের ৩০ হাজার অধিবাসী।
-
রিমালের তাণ্ডবে অর্ধশত বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। চার শতাধিক বাড়িঘরের ভিটের মাটি চলে গেছে। ছবি: ইকবাল হোসেন মজনু
-
যোগাযোগ ও স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ায় মানবিক বিপর্যয়ে পড়েছেন ইউনিয়নের বাসিন্দারা। ছবি: ইকবাল হোসেন মজনু
-
৩৭টি নতুন করা সড়কের প্রায় ১৮০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধান সড়কের চার স্থানে ভেঙে চলাচল বন্ধ হয়ে গেছে। ছবি: ইকবাল হোসেন মজনু
-
গত ১৭ দিনেও সেখানে উপজেলা প্রশাসনের কেউ না যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ছবি: ইকবাল হোসেন মজনু
-
ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব তারা। পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। ছবি: ইকবাল হোসেন মজনু
-
রাস্তাঘাটের বেহাল দশা। ছবি: ইকবাল হোসেন মজনু
-
পারাপারের জন্য বাঁশের সাকো তৈরি করেছেন এলাকাবাসী। ছবি: ইকবাল হোসেন মজনু
-
এলাকাবাসীর যাতায়াতের ভরসা এখন বাঁশের সাকো। ছবি: ইকবাল হোসেন মজনু
-
ঘূর্ণিঝড়ের তীব্র আঘাতে দিশেহারা হয়ে ছোট্ট ছোট্ট ছেলে-মেয়েদের নিয়ে খোলা আকাশের নিচে দিন পার করছেন একাধিক পরিবার। ছবি: ইকবাল হোসেন মজনু