নাটোরের গ্রিন ভ্যালি
প্রকাশিত: ০৭:৫১ এএম, ১৫ জুন ২০২৪
আপডেট: ০৭:৫১ এএম, ১৫ জুন ২০২৪
নাটোরের লালপুর উপজেলা সদর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত গ্রিন ভ্যাল পার্কে। অন্যান্য পার্ক থেকে এটি অনেকটাই ভিন্ন ও একটি চমৎকার বিনোদন কেন্দ্র। ভেতরে ঢোকার পরেই চোখ জুড়িয়ে যায়।
-
পার্কের ভেতরে ঢুকলেই চোখ জুড়িয়ে যায় চেনা-অচেনা গাছপালায়। ছবি: অলোক আচার্য
-
দু’পাশে আছে জারুল ফুল। ফুলের ভারে নত হয়ে পর্যটকদের অভিবাদন জানাচ্ছে গাছগুলো। ছবি: অলোক আচার্য
-
এই পার্কে ফুটে আছে নাম না জানা দেশি-বিদেশি ফুল। ছবি: অলোক আচার্য
-
পার্কে আছে মিনি ট্রেন, বুলেট ট্রেন, নাগরদোলা, ম্যারিগো রাউন্ড, পাইরেট শিপ, হানি সুইং, স্পিডবোট, প্যাডেল বোট প্রভৃতি। ছবি: অলোক আচার্য
-
সব বয়সী দর্শনার্থী চিত্তবিনোদনের জন্য ঘুরতে আসে এই গ্রিন ভ্যাল পার্কে। ছবি: অলোক আচার্য