রাঙ্গামাটিতে বাহারি রঙের পাহাড়ি গরুর হাট
পার্বত্য জেলা রাঙ্গামাটিতে জমে উঠেছে কোরবানি পশুর হাট। হাটে ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে পাহাড়ি গরু।
-
শহরের ট্রাক টার্মিনালে বসেছে কোরবানি পশুর হাট। এ হাটে জেলার বিভিন্ন উপজেলা থেকে ব্যাপারিরা নৌকায় করে নিয়ে আসছে কোরবানির পশু। ছবি: সাইফুল উদ্দীন
-
লাল, কালো, ধূসর ও বাদামী। বাহারি রঙের গরু। দেখতে বেশ মোটা তাজা। চাহিদা বেশি, তাই দামও বেশি। ছবি: সাইফুল উদ্দীন
-
নৌকায় করে হাটে পশু নিয়ে এসেছেন অনেকে। ছবি: সাইফুল উদ্দীন
-
অনেকে ঘাটেই সেরে নিচ্ছেন কেনাবেচার কাজ। ছবি: সাইফুল উদ্দীন
-
ঘটে সারি করে বেঁধে রাখা হয়েছে কোরবানির পশু বহন করে আনা নৌকাগুলো। ছবি: সাইফুল উদ্দীন
-
অন্যদিকে ট্রাক টার্মিনাল প্রাঙ্গণেও রয়েছে প্রচুর পরিমাণে গরু। ছবি: সাইফুল উদ্দীন
-
জেলা শহরের বাহিরে রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারি ও চট্টগ্রাম থেকেও ক্রেতারা আসছেন এই পশুর হাটে। ছবি: সাইফুল উদ্দীন
-
রাঙামাটি জেলার কাপ্তাই, বরকল, লংগদু, বিলাইছড়ি, জুরাছড়ি, বাঘাইছড়ি ও নানিয়ারচর উপজেলা থেকে প্রতিদিন আনা হচ্ছে শত শত পাহাড়ি গরু। এসব গরু ট্রাকে করে রপ্তানি করা হচ্ছে জেলার বাইরে। ছবি: সাইফুল উদ্দীন