পদ্মা সেতুর টোল প্লাজায় গাড়ির চাপ
ঈদের ছুটিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। ফলে ২১ জেলার প্রবেশদ্বার পদ্মা সেতুতে বেড়েছে গাড়ির চাপ। সেতুর টোল প্লাজায় সাতটি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে, তারপরও কমছে না গাড়ির চাপ।
-
ভোরের দিকে বেশি চাপের কারণে মোটরসাইকেলের বুথ বাড়িয়ে দুটি করা হয়েছিল। তবে অন্য যান সামাল দিতে বাইকের বুথ আবার একটিতে নামিয়ে আনা হয়। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
সড়ক ও রেল উভয় পথে পদ্মা সেতু দিয়ে বাড়ি ফিরছে কর্মজীবী মানুষরা। যানবাহনের লাইন মাওয়া টোল প্লাজা থেকে ৩ কিলোমিটার দূরে শ্রীনগর ছাড়িয়ে গেছে। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনগুলোকে টোল গ্রহণে কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে। ফলে বাড়ছে যানজট। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
ঢাকা-মাওয়া হাইওয়েতে দক্ষিনাঞ্চলগামী যানবাহনের দীর্ঘ লাইন। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
সেতু এলাকায় যানজট থাকলেও মহাসড়কে তেমন ভোগান্তি নেই। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
গাড়ির বাড়তি চাপে কিছু ঝামেলা থাকলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারছেন। ছবি: আসাদুজ্জামান মিরাজ