সায়েদাবাদ বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড়
ঈদযাত্রার তৃতীয় দিনেও ঘরমুখী মানুষের ভিড় জমেছে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে। তবে প্রায় সব রুটেই অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
-
যাত্রীদের অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি বন্ধে সায়েদাবাদ বাস কাউন্টারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
রাজধানীর গুলিস্তান, মহাখালী, গাবতলী, সায়েদাবাদ বাস টার্মিনালসহ বেশিরভাগ দূরপাল্লার বাস কাউন্টারে ভিড় করছেন ঘরমুখো মানুষ। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
সায়েদাবাদ রেললাইনের কাছাকাছি ও জনপদ মোড়ের বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
বাস ধরতে যেন কোনোভাবেই দেরি না হয়, সেজন্য আগেভাগেই টার্মিনাল ও কাউন্টারে যাচ্ছেন তারা। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
হিমাচল এক্সপ্রেস, জননী পরিবহন, জোনাকি সার্ভিসের কাউন্টারে যাত্রীরা গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
বিভিন্ন বাসের কাউন্টার যাত্রীদের আনাগোনায় মুখর। ছবি: আসাদুজ্জামান মিরাজ