ভোগান্তি ছাড়াই ট্রেনে বাড়ি ফিরছে মানুষ
পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছে মানুষ। আজ তৃতীয় দিনের মতো ট্রেনে ঈদযাত্রা চলছে। গত দুই দিনের তুলনায় স্টেশনে যাত্রীদের ভিড় বেশি দেখা গেছে।
-
তবে নেই ট্রেনের বিলম্ব যাত্রা, নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। ছবি: বিপ্লব দীক্ষিত
-
গত কয়েক দিনের তুলনায় আবহাওয়া ঠাণ্ডা থাকায় সব মিলিয়ে ট্রেনে আজকের ঈদযাত্রা স্বস্তির বার্তা দিচ্ছে। তবে শুধু তিতাস কমিউটার ট্রেনটি দেড় ঘণ্টা বিলবে স্টেশন ছেড়েছে। ছবি: বিপ্লব দীক্ষিত
-
আজ সকাল থেকে কমলাপুর রেলস্টেশন এলাকায় যাত্রীদের ভিড় দেখা গেছে। ছবি: বিপ্লব দীক্ষিত
-
ঈদযাত্রার প্রথম দিন বুধবার একাধিক ট্রেন বিলম্বে ছাড়ার ঘটনায় বেশ ভোগান্তিতে পড়তে হয়েছিল যাত্রীদের। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে গেলেও বিকেলে কয়েকটি ট্রেন বিলম্বে ছাড়ে। ছবি: বিপ্লব দীক্ষিত
-
শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে মোট ১১টি ট্রেন ছেড়ে গেছে। সবকটি ট্রেন নির্দিষ্ট সময়ে স্টেশন ছেড়েছে। সময়মতো ট্রেন ছাড়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। ছবি: বিপ্লব দীক্ষিত
-
নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফিরতে পারছেন ঘরমুখো মানুষ। ছবি: বিপ্লব দীক্ষিত
-
ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে বসে আছেন যাত্রীরা। ছবি: বিপ্লব দীক্ষিত
-
বাবার কাঁধে চড়ে বাড়ি ফিরছেন ছোট্ট শিশুটি। ছবি: বিপ্লব দীক্ষিত