পরিত্যক্ত ইটভাটায় আমের বাগান
চাঁদপুর সদরের শাহতলী গ্রামে ডাকাতিয়া নদীর পাড়ে পরিত্যক্ত ইটভাটায় ‘ফ্রুটস ভ্যালি এগ্রো’ নামে একটি বাগান গড়ে তুলেছেন উদ্যোক্তা হেলাল উদ্দিন।
-
তিন একর জমিতে দেশি ও বিদেশি বিভিন্ন ফলচাষে সাফল্য পেয়েছেন হেলাল উদ্দিন। ছবি: শরীফুল ইসলাম
-
এবার বিশ্বখ্যাত ৫১ জাতের বিদেশি আম চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। ছবি: শরীফুল ইসলাম
-
চার বছর ধরে রাসায়নিক ও বিষমুক্ত বিদেশি ফলের চাষ করেছেন উদ্যোক্তা। ছবি: শরীফুল ইসলাম
-
রকমারি ফল চাষ করে সফল হয়েছেন তিনি। এবার ৫১ জাতের আম চাষেও পেয়েছেন সফলতা। ছবি: শরীফুল ইসলাম
-
এখানে টমি অ্যাটকিনস, উতাউল্ফ, বেইলি মার্বেল, আলফনসো, গ্লেন, হেডেন, মায়া, সূর্যডিমসহ ৫১ জাতের আমের গাছ রয়েছে। ছবি: শরীফুল ইসলাম
-
সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে এই আমের চাষ করা হয়েছে। সাইজে বড় বিভিন্ন জাতের রঙিন আম দেশীয় অনেক জাতকে হার মানাচ্ছে। ছবি: শরীফুল ইসলাম
-
তার এই আম বাগান দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় জমান। ছবি: শরীফুল ইসলাম