মৌসুমি ফলে ভরপুর রাজশাহীর পাইকারি বাজার
প্রকাশিত: ০৫:০১ পিএম, ১২ জুন ২০২৪
আপডেট: ০৫:০১ পিএম, ১২ জুন ২০২৪
প্রতিবছরের মতো এবারও গ্রীষ্মকালীন মৌসুমি ফলে ছেয়ে গেছে রাজশাহীর পাইকারি বাজারগুলো। বাজারে এখন আম, জাম, লিচু, কাঁঠালে ভরপুর।
-
তীব্র তাপপ্রবাহের কারণে গত কয়েক বছরের তুলনায় এবার এসব ফলের ফলন কম হয়েছে। ছবি: মাহবুবুল ইসলাম পলাশ
-
আড়ত থেকে শুরু করে খুচরা বাজার এমনকি অলিগলি থেকে মহাসড়ক সর্বত্রই আম, জাম, লিচু, কাঁঠাল, আনারসসহ বিভিন্ন দেশীয় রসালো ফলে ভরপুর। ছবি: মাহবুবুল ইসলাম পলাশ
-
ক্রেতা আকর্ষণে হাঁকডাক দিচ্ছেন বিক্রেতারা। ছবি: মাহবুবুল ইসলাম পলাশ
-
আম সাজিয়ে ক্রেতার আশায় বসে আছেন ব্যবসায়ী। ছবি: মাহবুবুল ইসলাম পলাশ
-
নিজের পছন্দ মতো আম বাছাই করে নিচ্ছেন ক্রেতা। ছবি: মাহবুবুল ইসলাম পলাশ
-
রোদের মধ্যেই বিক্রির জন্য ফল সাজিয়ে বসে আছেন এক ব্যবসায়ী। ছবি: মাহবুবুল ইসলাম পলাশ