আঙুর চাষে সফল সরোয়ার
পরীক্ষামূলকভাবে বাড়ির আঙিনায় প্রায় ২ শতাংশ জমিতে আঙুর চাষে সফল রাজবাড়ীর সরোয়ার হোসেন বাবু।
-
এবার তিনি বাণিজ্যিকভাবে আঙুর চাষের উদ্যোগ নিয়েছেন। ছবি: রুবেলুর রহমান
-
জানা গেছে, বাবুর সংগ্রহে থাকা ১১টি জাতের পাশাপাশি ভারত থেকে আরও ১২টি জাত সংগ্রহ করে বাগান করতে ৭০ শতাংশ জমি প্রস্তুত করছেন। ছবি: রুবেলুর রহমান
-
শুধু বাবুই নন, কম পরিশ্রম ও কম খরচে লাভজনক হওয়ায় আঙুর চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। ছবি: রুবেলুর রহমান
-
আঙুর চাষে বাড়তি কোনো খরচ নেই। জৈব সার প্রয়োগের পাশাপাশি সঠিক পরিচর্যায় একটি গাছে ৪০-৫০ বছর ফলন পাওয়া সম্ভব। এছাড়া বছরে একটি গাছে ৩ বার ফল আসে। প্রতিটি গাছে দেড় থেকে ২ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। ছবি: রুবেলুর রহমান
-
ফল চাষি বাবু পরীক্ষামূলক আঙ্গুর চাষের পাশাপাশি দেশের ৪০টি জেলায় আঙুরের চারা কাটা, কলম ও বিক্রি শুরু করেছেন। ছবি: রুবেলুর রহমান
-
সারোয়ার হোসেন বাবু আঙ্গুর সংগ্রহে ব্যস্ত। ছবি: রুবেলুর রহমান
-
মাচায় ঝুলছে কাচা-পাকা আঙ্গুর। ছবি: রুবেলুর রহমান