চুয়াডাঙ্গায় জমে উঠেছে ১১ পশুর হাট
আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জমে উঠেছে ১১টি পশুর হাট। হাটগুলোতে বাড়ছে ক্রেতা ও বিক্রেতাদের ভিড়।
-
চুয়াডাঙ্গার শিয়ালমারী পশুহাট, ডুগডুগি পশুহাট, মুন্সিগঞ্জ পশুহাট এবং আলমডাঙ্গা পশুহাটে ভিড় করছেন বিভিন্ন জায়গা থেকে আসা ব্যাপারীরা। ছবি: হুসাইন মালিক
-
ট্রাকে করে হাটে কোরবানির পশু নিয়ে আসছেন খামারিরা। ছবি: হুসাইন মালিক
-
ব্যাপারীরা এখান থেকে কোরবানির পশু কিনে নিয়ে যান দেশের বিভিন্নস্থানে। ছবি: হুসাইন মালিক
-
এবার চুয়াডাঙ্গার পশুহাটে গরুর দামে সন্তুষ্ট খামারি ও বিক্রেতা। ছবি: হুসাইন মালিক
-
হাটে সারি করে বেঁধে রাখা হয়েছে বিভিন্ন জায়গা থেকে বিক্রির জন্য নিয়ে আসা কোরবানির পশুগুলোকে। ছবি: হুসাইন মালিক
-
জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, চুয়াডাঙ্গায় ছোট-বড় মিলিয়ে ১০ হাজার ৯১৭টি খামার রয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২ হাজার ৬৭৬টি, আলমডাঙ্গা উপজেলায় ৩ হাজার ৫৯৯টি, দামুড়হুদা উপজেলায় ১ হাজার ৯২৮টি এবং জীবননগর উপজেলায় ২ হাজার ৭১৪টি। ছবি: হুসাইন মালিক
-
এসব খামারে কোরবানি উপলক্ষে ২ লাখ ১১ হাজার ৮৭৯টি পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে গরু ৫৪ হাজার ৮৯১টি, মহিষ ১৬০টি, ছাগল ১ লাখ ৫২ হাজার ৮৯৬ টি, ভেড়া ৩ হাজার ৯২ টি এবং অন্যান্য ৭টি। ছবি: হুসাইন মালিক
-
জানা গেছে, এবার জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ১ লাখ ৫৮ হাজার ৮৫৬টি। সে হিসাবে স্থানীয় চাহিদা মিটিয়ে ৫৩ হাজার ২৩টি কোরবানিযোগ্য পশু উদ্বৃত্ত থাকবে। এসব পশু ঢাকাসহ অন্যান্য জেলায় সরবরাহ করা হবে। ছবি: হুসাইন মালিক