গাবতলীর হাটে রাজস্থানের উট
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১০ জুন ২০২৪
আপডেট: ০৩:০৬ পিএম, ১০ জুন ২০২৪
দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। হাতে সময় আছে আর এক সপ্তাহের মতো। এরই মধ্যে ঢাকার পশুর হাটগুলো বসে গেছে। সেখানে আসা শুরু করেছে কোরবানির পশু।
-
গাবতলী পশুর হাটে ভারতের রাজস্থানের পুষ্কর থেকে আনা উট-দুম্বা তোলা হয়েছে। ছবি: মফিজুল সাদিক
-
এক জোড়া উটের দাম হাঁকা হচ্ছে ৬০ লাখ টাকা। সে হিসেবে একটি উটের ৩০ লাখ টাকা দাম হচ্ছে। ছবি: মফিজুল সাদিক
-
গাবতলী পশুর হাটের প্রধান সড়কের পাশে রাখা হয়েছে উট-দুম্বা। ছবি: মফিজুল সাদিক
-
দুটি উটের জন্য সেখানে ভিড় করেছেন কয়েক ডজন ইউটিউবার। তারা ভিডিও তৈরিতে ব্যস্ত। ছবি: মফিজুল সাদিক
-
তবে উট দেখার মানুষ থাকলেও ক্রেতা চোখে পড়েনি একজনও। ছবি: মফিজুল সাদিক