আজকের আলোচিত ছবি: ০৯ জুন ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: জাগো নিউজ
-
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদ চুক্তি সই করেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। ছবি: পিআইডি
-
ঢাকায় বিচার প্রশাসন ইনস্টিটিউটে যুগ্ম জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ‘১৬শ ওরিয়েন্টেশন কোর্স’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ছবি: পিআইডি
-
আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে ফটোসেশনে অংশ নেন সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়/বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মন্ত্রিপরিষদ বিভাগের খেলোয়াড়েরা। ছবি: পিআইডি
-
বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির (এপিএ) মাধ্যমে ৬৫ শতাংশ অর্থ সাশ্রয় করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি: মাসুদ রানা
-
মন্ত্রণালয় প্রঙ্গনে ‘বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস’ এর কার্যক্রম উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। ছবি: পিআইডি
-
একটি নোটিশকে ঘিরে যেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কোনো বিবাদ না হয় সে বিষয়ে পরিচালককে ডেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি: মাসুদ রানা
-
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: হাসান আলী
-
ছোট্ট শিশুকে কোলে নিয়েই জীবিকার তাগিদে মাছ কাটছেন বৃষ্টি মনি নামের এক নারী। ছবি: মাহবুব আলম
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দুটি ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী
-
ভারতের উড়িষ্যা রাজ্যের বিধানসভা নির্বাচনে নতুন ইতিহাস গড়েছেন সোফিয়া ফিরদৌস। ওই রাজ্যের প্রথম নারী বিধায়ক হয়েছেন তিনি। কংগ্রেসের হয়ে রাজ্যের বারাবতী-কটক আসন থেকে জয়ী হয়েছেন ৩২ বছর বয়সী সোফিয়া। ছবি: এএফপি