ঘাস চাষে মাসে আয় ৩ লাখ
প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৯ জুন ২০২৪
আপডেট: ০২:২৭ পিএম, ০৯ জুন ২০২৪
চাঁদপুরের প্রবাস ফেরত উদ্যোক্তা মো. মনির হোসেন গাজী ঘাস বিক্রি করে মাসে অন্তত ৩ লাখ টাকা উপার্জন করছেন।
-
বাণিজ্যিকভাবে লন কার্পেট ঘাস উৎপাদন করছেন এই তরুণ। ছবি: শরীফুল ইসলাম
-
বাড়ির আঙিনা ও বিভিন্ন স্থানের সৌন্দর্য বাড়াতে এসব ঘাস সংগ্রহ করছে সৌখিন মানুষ। ছবি: শরীফুল ইসলাম
-
মনির হোসেন বাহরাইনে থাকাকালীন বাগানে কাজ করতেন। নিজের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০১৯ দেশে ফিরে লন কার্পেট ঘাস চাষ শুরু করেন। ছবি: শরীফুল ইসলাম
-
যেখান থেকে বছরে অন্তত ৩ বার ঘাস বিক্রি করেন মনির। প্রথমে পতিত জমিতে শুরু করলেও বর্তমানে তার বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করছেন প্রায় অর্ধশতাধিক লোক। ছবি: শরীফুল ইসলাম
-
বিক্রির জন্য পিকআপে করে ঘাস নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: শরীফুল ইসলাম