জমজমাট বেলতলা আমের বাজার
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৮ জুন ২০২৪
আপডেট: ১২:৩৬ পিএম, ০৮ জুন ২০২৪
হিমসাগর, গোবিন্দভোগ, গোপালভোগ, গোলাপখাসসহ বিভিন্ন জাতের আমে জমজমাট যশোরের শার্শা বেলতলা বাজার।
-
জানা যায়, চলতি বছরের মে মাসের শুরুর দিকে আম পাড়া শুরু হয়। তবে ঘূর্ণিঝড় রিমালের আগে বাজারে আমের জোগান বেশি হওয়ায় দাম ছিল। তবে ঘূর্ণিঝড় রিমালের পর বেড়ে গেছে আমের দাম। ছবি: জামাল হোসেন
-
হিমসাগর আম এক হাজার ৮০০ থেকে এক লাফে চার হাজার ৫০০ টাকা, ল্যাংড়া আম এক হাজার ৭০০ থেকে তিন হাজার ৩০০, আম্রপালি এক হাজার ১০০ থেকে দুই হাজার ৬০০ টাকা মণ বিক্রি হচ্ছে। ছবি: জামাল হোসেন
-
গতবছরের তুলনায় এবার বেশি লাভের আশা করছেন চাষীরা। ছবি: জামাল হোসেন
-
চলতি মৌসুমে শার্শা উপজেলা থেকে দুই টন ল্যাংড়া ও হিমসাগর আম বিদেশে রপ্তানি করা হয়েছে বলে জানান শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার। ছবি: জামাল হোসেন