জাম চাষে সফল হাবিব
বাণিজ্যিকভাবে জাম চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন বরগুনার সদর উপজেলার কড়ইতলা গ্রামের কৃষক আহসান হাবিব। এ বছর জাম বিক্রি করে ৫ লাখ টাকা আয় করেছেন তিনি।
-
বরগুনা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার পিচ ঢালা সড়ক ধরে এগিয়ে গেলেই কড়ইতলা গ্রাম। আহসান হাবিবের খামার বাড়িতে যেতে মেঠো পথ ধরে আরও কিছু দূর যেতে হয়। তার বাড়িতে গেলেই চোখ আটকায় থোকায় থোকায় ঝুলতে থাকা জামের দিকে। ছবি: আরিফুর রহমান
-
এবার তার বাগানের ৫০টি গাছে জাম ধরেছে। বেশিরভাগ জাম তিনি বিক্রি করেছেন অনলাইনে। ছবি: আরিফুর রহমান
-
২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের পর হাবিব ৭০টি জামের চারা রোপণ করেন। বছর দুয়েক আগে গাছে ফুল ধরলেও জামের দেখা মেলেনি। তবে হতাশ না হয়ে জাম গাছের পরিচর্চা বাড়িয়ে দেন। ফলে এবার সফলতার মুখ দেখেছেন তিনি। ছবি: আরিফুর রহমান
-
মে মাসের শেষ সপ্তাহ থেকে প্রতিদিন গড়ে আট মণ জাম সংগ্রহ করেছেন আহসান হাবিব। শুরুর দিকে মণপ্রতি জাম আট হাজার টাকায় বিক্রি হয়েছে। ছবি: আরিফুর রহমান
-
বাজারে জামের সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমেছে। সর্বশেষ তিনি প্রতি মণ জাম দুই হাজার টাকায় বিক্রি করেছেন। ছবি: আরিফুর রহমান
-
সব মিলিয়ে এক মৌসুমেই প্রায় ৫-৮ লাখ টাকার জাম বিক্রি করবেন আশা করছেন হাবিব। ছবি: আরিফুর রহমান
-
গাছ থেকে পাকা জাম সংগ্রহ করছেন এক শ্রমিক। ছবি: আরিফুর রহমান
-
বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে সংগ্রহ করা পাকা জাম। ছবি: আরিফুর রহমান