পরিবেশে নানাবিধ ক্ষতিকর প্রভাব
আজ বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতি বছর ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
-
এরপর থেকে প্রতি বছরই দিবসটি সারাবিশ্বের বিভিন্ন শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। ছবি: জাগো নিউজ
-
এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হচ্ছে-‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’। ছবি: জাগো নিউজ
-
দ্রুত বদলাচ্ছে চেনা পৃথিবী। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ ও প্রাণ-প্রকৃতির ওপর। শীত-গ্রীষ্ম-বর্ষার চরিত্র পাল্টে যাচ্ছে। সব মিলিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে উষ্ণ হয়ে উঠছে পৃথিবীর শরীর। ছবি: জাগো নিউজ
-
সারা বিশ্বে পরিবেশের ক্ষতির ভয়াবহ কারণ হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিক দূষণ। নিম্ন স্রোতধারার দেশ হিসেবে উজান থেকে ভেসে আসা ক্ষতিকর প্লাস্টিকে পরিবেশগতভাবে বাড়তি সংকটে পড়ছে বাংলাদেশ। নিজেরা উৎপাদন না করলেও ভেসে আসা এসব প্লাস্টিকের জন্য ভুগতে হচ্ছে বাংলাদেশকে। ছবি: জাগো নিউজ
-
কয়েক বছর ধরে বায়ুদূষণে বিশ্বের শীর্ষ অবস্থানে বারবার উঠে আসছে ঢাকার নাম। শব্দদূষণেও রয়েছে শীর্ষে। বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায়ও ঢাকার অবস্থান তলানিতে। এর সঙ্গে যোগ হয়েছে তীব্র তাপপ্রবাহ। কেন রাজধানী শহরের অবস্থান এত রুগণ হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ছবি: জাগো নিউজ
-
বর্তমানে সমুদ্রের পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো সামুদ্রিক বর্জ্য। মূলত ইচ্ছাকৃতভাবে বা দুর্ঘটনাক্রমে সমুদ্রে পড়া মানবসৃষ্ট কোনো কঠিন পদার্থকেই সামুদ্রিক বর্জ্য বলা হয়। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর উচ্চ তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ রোধসহ পরিবেশ রক্ষায় ‘নগর বন’ তৈরির পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। হিট অফিসার বুশরা আফরিনের পরামর্শে নগর বনায়নের জন্য এরই মধ্যে দুটি স্থানও নির্ধারণ করা হয়েছে। অপেক্ষা শুধু পৃষ্ঠপোষকের। অর্থসহায়তা পেলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে কাজ। ছবি: জাগো নিউজ