বরগুনায় রিমালের ক্ষত
প্রবল ঝড়, জলোচ্ছ্বাস ও বৃষ্টির মাধ্যমে বিশেষ করে দেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ঘূর্ণিঝড় রিমাল।
-
লোনা পানিতে ডুবে গেছে শত শত গ্রাম। বাঁধ ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে হাজারো মাছের ঘের। ছবি: আরিফুর রহমান
-
বরগুনার বিষখালী নদীর মাঝে জেগে ওঠা মাঝেরচরটিতে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বসবাস করছে অসংখ্য পরিবার। ছবি: আরিফুর রহমান
-
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভেঙে গেছে রাস্তাঘাট। ছবি: আরিফুর রহমান
-
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে নিজেদের থাকার জায়গাটুকুও রক্ষা করতে পারেননি বরগুনার বিষখালী নদীতীরবর্তী বড়ইতলার বাসিন্দারা। ছবি: আরিফুর রহমান
-
ঘর হারিয়ে ভেলায় মালামাল নিয়ে ঘুরছেন এক তরুণী। ছবি: আরিফুর রহমান
-
ভেসে গেছের জমির ফসলও। ছবি: আরিফুর রহমান
-
ঝড়ে লন্ডভন্ড গাছপালা। ছবি: আরিফুর রহমান
-
মাথা গোজার ঠাঁই খোঁজে বেড়াচ্ছেন মাঝেরচরের বাসিন্দারা। ছবি: আরিফুর রহমান
-
সব হারিয়ে নিঃস্ব বৃদ্ধ। ছবি: আরিফুর রহমান