পানিবন্দি সিলেট, চলছে ভোটের আয়োজন
বৃষ্টিপাত ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দি রয়েছেন।
-
প্রথমদিকে জেলার গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাটের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। ছবি: আহমেদ জামিল
-
কয়েকদিনের ব্যবধানে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় এসব উপজেলায়। ছবি: আহমেদ জামিল
-
জেলা প্রশাসনের তথ্যমতে, ৩ জুন রাত পর্যন্ত জকিগঞ্জ উপজেলায় ৮ ইউনিয়ন ও এক পৌরসভার ১১৩টি গ্রাম প্লাবিত রয়েছে। উপজেলায় ৫৫টি আশ্রয়কেন্দ্রে এখনও ৪০৮ জন মানুষ অবস্থান করছেন। ছবি: আহমেদ জামিল
-
একইভাবে সোমবার পর্যন্ত কানাইঘাট পৌরসভা ও উপজেলার ৮ ইউনিয়নের ১৯০ প্লাবিত হয়েছে। ছবি: আহমেদ জামিল
-
এ পরিস্থিতিতেই ৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এরইমধ্যে সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের সরঞ্জামাদিও পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। ছবি: আহমেদ জামিল
-
এদিকে বন্যায় লাখো মানুষ পানিবন্দি থাকা অবস্থায়ও ইসির এমন তৎপরতায় ক্ষোভ প্রকাশ করছেন ভোটাররা। দুর্ভোগ-দুর্যোগের মধ্যে মানুষজন ভোট দিতে কেন্দ্রে না যাওয়ার সম্ভাবনাই দেখছেন ভোটাররা। ছবি: আহমেদ জামিল
-
পানি মাড়িয়ে চলাচল করছেন স্থানীয়রা। ছবি: আহমেদ জামিল
-
উপশহর এলাকার বিভিন্ন সড়কেও জমে আছে পানি। ছবি: আহমেদ জামিল