কেজি দরে বিক্রি হচ্ছে লিচু
প্রকাশিত: ০৫:০২ পিএম, ০৩ জুন ২০২৪
আপডেট: ০৫:০২ পিএম, ০৩ জুন ২০২৪
লিচু উৎপাদনের জন্য বিখ্যাত পাবনার ঈশ্বরদীতে এখন বোম্বাই লিচুর ভরা মৌসুম। কিন্তু লিচু বাজারে ওঠার ঠিক আগমুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সর্বনাশ হয়েছে চাষিদের।
-
রিমালের তাণ্ডবে লিচু গাছের এক ডাল আরেক ডালে আঘাত লেগে অধিকাংশ লিচু ঝরে গেছে। ছবি: শেখ মহসীন
-
এছাড়া লিচুর খোসায় আঘাত লেগে কালচে হয়ে গেছে। এখন পুরোপুরি পাকার পর এসব লিচু ফেটে যাচ্ছে। ছবি: শেখ মহসীন
-
এছাড়াও এবার প্রায় মাসজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে বেশিরভাগ লিচুর চামড়া পাতলা ও কালচে হয়েছিল। এবার হঠাৎ টানা দুদিনের বৃষ্টিতে লিচুর ভেতরের মাশ বেড়ে তা ফেটে যাচ্ছে এবং গাছ থেকে ঝরে পড়ছে। ছবি: শেখ মহসীন
-
বাজারে গেলেই হাজার হাজার কেজি ফাটা ও ঝরে পড়া লিচুতে রিমালের ক্ষতচিহ্ন চোখে পড়ছে। ছবি: শেখ মহসীন
-
প্রতি কেজি ঝরা লিচু ২০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছবি: শেখ মহসীন