পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জের সড়ক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৩ জুন ২০২৪
আপডেট: ০৩:৫৭ পিএম, ০৩ জুন ২০২৪
পাহাড়ি ঢলের পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
-
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিকেরও বেশি মানুষ। ছবি: লিপসন আহমেদ
-
আজ দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা অংশের শক্তিয়ারখলার দূর্গাপুর এবং ১০০ মিটার সড়ক ডুবে যাওয়ায় এই পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ছবি: লিপসন আহমেদ
-
জানা যায়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের সব নদনদীর পানি। এতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দূর্গাপুর সড়ক ডুবে গেছে। ফলে তাহিরপুর উপজেলার সঙ্গে জেলা শহরের সড়ক পথে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছবি: লিপসন আহমেদ
-
বিকল্প হিসেবে নৌকা দিয়ে চলাচল করছে ওই এলাকার বাসিন্দারা। তবে এর জন্য গুণতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। ছবি: লিপসন আহমেদ