সোনাইছড়া ট্রেইল
পাহাড়, গুহা, ঝরনার মেলবন্ধনে অপরূপ সৌন্দর্যের আরেক নাম সোনাইছড়া ট্রেইল। উপজেলার অন্যান্য পর্যটন স্পটের মত খুব বেশী পরিচিত না হলেও এখানে ছুটে যাচ্ছে ভ্রমণ পিপাসু মানুষ।
-
জানা গেছে, বারৈয়াঢালা অভয়ারণ্যের অন্তর্ভুক্ত মিরসরাই উপজেলার হাদিফকিরহাট বাজার হয়ে সোনাইছড়া ট্রেইল অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য একটি আদর্শ জায়গা। ছবি: এম মাঈন উদ্দিন
-
পিচ্ছিল ঝিরিপথ, খাড়া পাহাড় ও বাদুইজ্জাখুম পার হয়ে যাওয়ার সময় যে রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি হয়, সেই অভিজ্ঞতা সারা জীবনের এক অনন্য সঞ্চয়। এই ট্রেইলে নানা রকমের গাছের পাতা, পশুপাখি, সঙ্গে স্বচ্ছ পানি, আর এই স্বচ্ছ পানিতে অনেকে ঘা ভেজাতে ভুল করেনা। ছবি: এম মাঈন উদ্দিন
-
ট্রেইলটা সোনাইছড়ি নামে পরিচিত। তবে শুরুতেই দেখবে বাদুইজ্জাখুম, যা এই ট্রেইলের অন্যতম আকর্ষণ। বেশ কিছুটা সময় চড়াই-উতরাই। সেখানে হাজার হাজার বাদুরের উড়াউড়ি। ভিতরটা ঘুটঘুটে অন্ধকার। মাঝখানটা ফাঁকা করে দুইপাশে উঠে গেছে খাড়া পাহাড়। গুহার ভিতর হতে বহমান পানীয় ধারা। ছবি: এম মাঈন উদ্দিন
-
সরু গুহার ভেতর সাঁতরে গিয়ে দেখবেন এক ফালি আলোয় যৌবনা ঝরনাধারা। উচ্ছ্বাস আর অপ্রত্যাশিত ঝরনার সৌন্দর্য দেখে যারপরনাই আনন্দে বিগলতি হবেন। ছবি: এম মাঈন উদ্দিন
-
এরপর কিছুটা পথ ঘুরে এসে আবারো হাইকিং-ট্র্যাকিং। একের পর এক বেশ বড়সড় পাথুরে বোল্ডার অতিক্রম করতে হবে। কিছুক্ষণ আগে যে গুহার ভিতরে ছিলেন এখন সেই বাদুইজ্জাখুমের ঠিক উপরেই। দৃষ্টির খুব কাছাকাছি হাজার হাজার বাদুড়ের উড়াউড়ি। ছবি: এম মাঈন উদ্দিন
-
চলতি পথে অনেক দৃষ্টিনন্দন দৃশ্যে চোখ আটকায়। কখনো কখনো সেই সব প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য থমকে দাঁড়াবেন। চলতে চলতে ছোটবড় কিছু ক্যাসকেড, ঝিরি ও বুনোপথ পাড়ি দিয়ে পৌঁছে যাবেন সোনাইছড়া ঝরনায়। ছবি: এম মাঈন উদ্দিন
-
সোনাইছড়া ঝরনার উচ্চতা খুব বেশি নয়। বড় জোড় ৪০-৫০ ফুট হবে হয়তো। তবে এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। ইচ্ছেমতো ঘা ভিজাতে ভিজাতে আড্ডাও চলবে সমানতালে। বেশিরভাগ ভ্রমণেই যে পথে যায় সে পথে আর ফিরে না। তাতে প্রকৃতির নতুনত্ব কোনো সৌন্দর্য দেখার সুযোগ মিলে। বিকল্প আরেকটি পথ দিয়ে বেশীর ভাগ পর্যটক ফিরে আসেন। ছবি: এম মাঈন উদ্দিন
-
পাহাড়-পর্বত, ঝরনা, বৈচিত্র্যময় প্রকৃতি—কী নেই এখানে! গহিন পাহাড়ে কী পরিমাণ রহস্য আর সৌন্দর্য যে লুকিয়ে আছে, তা সেখানে না গেলে অজানাই রয়ে যাবে। এখানে যত পাহাড়ি ট্রেইল আছে তার মধ্যে সবচেয়ে দুর্গম, রহস্যময় এবং সুন্দর ট্রেইল হলো সোনাইছড়া। ছবি: এম মাঈন উদ্দিন