খোঁড়াখুঁড়ির নগরী ঢাকা
উন্নয়নের নামে সারাবছরই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন সড়কে চলে খোঁড়াখুঁড়ি। কখনো পয়োনিষ্কাশনের পাইপ বসানোর জন্য আবার কখনো বা বিদ্যুতের লাইন বসানোর জন্য কাটা হচ্ছে সড়ক। এতে ভোগান্তি পোহাচ্ছেন জনসাধারণরা।
-
রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা এবং পাড়া-মহল্লার অলিগলি খোঁড়াখুঁড়িতে ব্যস্ত শ্রমিকরা। ছবি: বিপ্লব দীক্ষিত
-
খোঁড়াখুঁড়ির কারণে প্রতিনিয়তই দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী ও পথচারীরা। ছবি: বিপ্লব দীক্ষিত
-
জনস্বার্থের জন্য কাটা রাস্তা এখন জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ছবি: বিপ্লব দীক্ষিত
-
রাজধানীর বেশিরভাগ সড়কে খোঁড়াখুঁড়ি এখন নগরবাসীর কাছে নিত্যনৈমিত্তিক ব্যাপার। বর্ষার শুরুতে দুই সিটির দেড় শতাধিক সড়কে চলছে বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানজট ও ভোগান্তি। ছবি: বিপ্লব দীক্ষিত
-
এপ্রিলের মধ্যে এসব সড়কের কাজ শেষ করার সময় বেঁধে দেওয়া হলেও জরিমানা দিয়েই পার পেয়ে যাচ্ছেন ঠিকাদাররা। ছবি: বিপ্লব দীক্ষিত
-
একটি কাজ শেষ হওয়ার পর যে সড়কটি সুন্দরভাবে পিচ ঢালাই করা হয়েছে, তো পরের মাসেই সেখানে আবার খোঁড়াখুঁড়ি করছে অন্য কোনো সংস্থা। ছবি: বিপ্লব দীক্ষিত
-
অনেক সড়কের চিত্র দেখে বুঝে ওঠা কঠিন যে সড়ক, নাকি ভরাট হয়ে যাওয়া খাল। ছবি: বিপ্লব দীক্ষিত