গহনার গ্রাম ভাকুর্তা
একসময় রুপার গয়না তৈরির জন্য বিখ্যাত ছিল সাভারের হেমায়েতপুরের ভাকুর্তা গ্রাম। রুপার দাম বেড়ে যাওয়ায় তামা, পিতল দিয়ে তৈরি শুরু হয় গয়না। যা বাজারে সিটি গোল্ড নামে পরিচিত। ভারত থেকে পিতল, তামা আমদানী করে এখানে কারিগররা গয়না ছাচে বসিয়ে গয়নার নকশা করে থাকেন।
-
রাজধানী সন্নিকটে অবস্থিত হলেও একসময় অবহেলিত ছিল এই গ্রামটি। শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে ছিল। বেকার জীবনযাপন ছিল বেশির ভাগ মানুষের। তবে এখন এই জনপদে আজ আর কেউ বেকার নেই। গয়না তৈরিতে ফিরেছে তাদের সুদিন। ছবি: মাহবুব আলম
-
সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঠুকঠাক শব্দে নানা ধরনের গয়না তৈরিই তাদের পেশা। সংসারে ফিরে এসেছে সচ্ছলতা। এ জনপদকে কেন্দ্র করেই গড়ে উঠেছে গয়না শিল্প। ছবি: মাহবুব আলম
-
গয়না তৈরির কাজ করছেন এক কারিগর। ছবি: মাহবুব আলম
-
সাজিয়ে রাখা কঙ্কণ বালা। ছবি: মাহবুব আলম
-
তৈরি করা গয়না সাজিয়ে রাখা হয়েছে দোকানে। এখান থেকেই কিনে নিয়ে যান পাইকাররা। ছবি: মাহবুব আলম
-
জীবিকা নির্বাহের জন্য অনেকেই গয়না শিল্পকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর নামীদামি শপিং কমপ্লেক্সের বেশির ভাগ গয়নাই ভাকুর্তা থেকে নিয়ে যান ব্যবসায়ীরা। ছবি: মাহবুব আলম
-
শুধু রাজধানীতেই নয়, সারাদেশেই সুনাম রয়েছে ভাকুর্তার গয়নার। ছবি: মাহবুব আলম
-
প্রায় সব ধরনের গয়না এখানে পাওয়া যায়। ছবি: মাহবুব আলম
-
গয়নার কাজ করে অনেকেই ঘুরিয়েছেন নিজেদের ভাগ্যের চাকা। ছবি: মাহবুব আলম
-
কারিগররা তাদের হাতের জাদুতে গয়নায় ফুটিয়ে তুলছেন চমৎকার সব নকশা। ছবি: মাহবুব আলম