উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড
প্রকাশিত: ০৩:০২ পিএম, ০১ জুন ২০২৪
আপডেট: ০৩:০৪ পিএম, ০১ জুন ২০২৪
কক্সবাজারের উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে ২৪ মে একই ক্যাম্পে আগুন লেগে অন্তত ৩ শতাধিক ঘর পুড়ে যায়।
-
আজ দুপুরের দিকে ১৩নং ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ছবি: সায়ীদ আলমগীর
-
আগুন নেভাতে এরইমধ্যে ক্যাম্পের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস এবং পুলিশের টিম কাজ করছে। ছবি: সায়ীদ আলমগীর
-
উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন বলেন, আগুনের তীব্রতা বেশি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো বলা যাচ্ছে না, খতিয়ে দেখা হবে। ছবি: সায়ীদ আলমগীর
-
আগের লাগা আগুনে হওয়া ক্ষয়ক্ষতির কারণে এখনো দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন অনেক রোহিঙ্গা পরিবার। এরই মধ্যে ফের আগুনের ঘটনায় আতঙ্কে রোহিঙ্গারা। ছবি: সায়ীদ আলমগীর