‘শাকিব খান’ এর দাম ১২ লাখ!
মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর ঈদুল আজহার আনুষ্ঠানিকতার মূল হলো মহান আল্লাহর নামে পছন্দের পশু কোরবানি করা। এ উপলক্ষে সারাদেশের বিভিন্ন স্থানে বসছে পশুরহাট।
-
হাটে দেখা মিলে নানা নামের পশুর। খামারিরা ভালোবেসে তার গৃহপালিত প্রাণীর বিভিন্ন নাম রাখেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ছবি: রাশেদুল ইসলাম রাজু
-
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা গোদনাইল এলাকার আর কে এগ্রো ফার্মে কোরবানির উপযোগী একটি ষাঁড়ের নাম রাখা হয়েছে ‘শাকিব খান’। ছবি: রাশেদুল ইসলাম রাজু
-
২৫ মণ ওজনের ‘শাকিব খান’ (ষাঁড়) বিক্রি হয়েছে ১২ লাখ টাকায়। ছবি: রাশেদুল ইসলাম রাজু
-
সাদা ধূসর রঙের ‘শাকিব খান’ লম্বায় প্রায় ১০ ফুট, উচ্চতা ৫ ফুট। এর দাম হাঁকা হয়েছিল ১৫ লাখ টাকা। ছবি: রাশেদুল ইসলাম রাজু
-
শাকিব খানের মালিক আব্দুস সামাদ বলেন, এক গার্মেন্টস মালিক ১২ লাখ টাকায় গরুটি কিনে নিয়েছেন। ছবি: রাশেদুল ইসলাম রাজু