আজকের আলোচিত ছবি: ২৮ মে ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ সকালে শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ২০২৩-২৪ অর্থবছরের ১০ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ইয়াসিন কবির জয়
-
সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ১৩ থেকে ২০তম গ্রেড (আগের তৃতীয় ও চতুর্থ শ্রেণি) কর্মচারী নিয়োগে কমিটির সুপারিশ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি: মাসুদ রানা
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে টেকসই নগরায়ন বিষয়ে অষ্টম নগর সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ছবি: হাসান আলী
-
ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এ অবস্থায় সারাদেশে হালকা থেকে ভারী বৃষ্টির আভাস থাকলেও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ছবি: মাহবুব আলম
-
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাড়ে ৬ ঘণ্টা পর উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। আজ দুপুর ২টা ৩০মিনিটের দিকে ত্রুটিপূর্ণ বিমান রানওয়ে থেকে সরানোর পর চলাচল স্বাভাবিক হয়। ছবি: ইব্রাহিম সুজন
-
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে টানা ২৪ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে মোংলা বন্দরের কার্যক্রম। ছবি: আবু হোসাইন সুমন
-
চাঁদপুর লঞ্চঘাট থেকে লঞ্চ ও অন্যান্য নৌযান এবং হরিণা ফেরিঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। ছবি: শরীফুল ইসলাম
-
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবনের। ঝড়ের কবলে মারা পড়েছে হরিণসহ অন্যান্য প্রাণী। ছবি: আবু হোসাইন সুমন
-
রাফায় বিমান হামলা নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ছবি: সংগৃহীত