সুন্দরবনে পড়ে আছে প্রাণহীন হরিণ
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৮ মে ২০২৪
আপডেট: ০৩:৪৭ পিএম, ২৮ মে ২০২৪
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনে অনেক হরিণ মারা গেছে। এ পর্যন্ত বনের শুধু কটকা এলাকা থেকে ৩০ মৃত হরিণ উদ্ধার করেছে বনবিভাগ।
-
মৃত বন্যপ্রাণীর সন্ধানে বন জুড়ে বনরক্ষীদের তল্লাশি চলছে। ছবি: আবু হোসাইন সুমন
-
সুন্দরবনের ৮০টি মিঠা পানির উৎস পুকুরে ৮-১০ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে লোনা পানিতে তলিয়ে যাওয়ায় বনকর্মীদের পাশাপাশি বাঘ, হরিণসহ বন্যপ্রাণীরাও সুপেয় পানির সংকটে পড়েছে। ছবি: আবু হোসাইন সুমন
-
ঝড়ে বনের অভ্যন্তরে ২৫টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: আবু হোসাইন সুমন
-
মৃত হরিণ কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন বনকর্মী। ছবি: আবু হোসাইন সুমন
-
আহত হরিণকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন এক ব্যক্তি। ছবি: আবু হোসাইন সুমন