চাঁদপুরের শহররক্ষা বাঁধে ধস
প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৮ মে ২০২৪
আপডেট: ০৩:২২ পিএম, ২৮ মে ২০২৪
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চাঁদপুর শহররক্ষা বাঁধের আট স্থানে অন্তত ১৬৫ মিটার সিসি ব্লক ধসে মেঘনা নদীতে দেবে গেছে।
-
সোমবারের টানা বৃষ্টি ও মেঘনার উত্তাল ঢেউয়ে বিকেলে বাঁধে ভাঙন ধরে। ছবি: শরীফুল ইসলাম
-
তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের লোকজন বালিভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ শুরু করেছেন। ছবি: শরীফুল ইসলাম
-
সোমবার দুপুরের পর থেকে ঢেউয়ের তীব্রতা বাড়তে থাকে। পাশাপাশি টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কয়েক ফুট উঁচু ঢেউ আছড়ে পড়তে থাকে তীরে। ছবি: শরীফুল ইসলাম
-
পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ভাঙন আতঙ্কে নদী তীরের অনেক লোকজন নিরাপদ স্থানে আশ্রয় নেন। এখনো স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ছবি: শরীফুল ইসলাম
-
এরইমধ্যে অনেকেই বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। ছবি: শরীফুল ইসলাম