তলিয়ে গেছে সুন্দরবন
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সুন্দরবন উপকূলসহ মোংলায় ১০ নম্বর বিপৎসংকেত বহাল রয়েছে। এরইমধ্যে বৃষ্টিসহ দমকা বাতাস বইতে শুরু করেছে।
-
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে চার ফুট পানি বেড়ে সুন্দরবন তলিয়ে গেছে। ছবি: আবু হোসাইন সুমন
-
পানির চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন কেন্দ্রের কর্মকর্তা আজাদ কবির। ছবি: আবু হোসাইন সুমন
-
জানা গেছে, পানি বাড়ার ফলে বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। ছবি: আবু হোসাইন সুমন
-
ঘূর্ণিঝড় রিমালের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে পুরো সুন্দরবন বিভাগের কর্মকর্তা ও বনরক্ষকদের ছুটি বাতিল করা হয়েছে। ছবি: আবু হোসাইন সুমন
-
বনবিভাগের ঝুঁকিপূর্ণ ক্যাম্পগুলোতে থাকা বনরক্ষকদের এরইমধ্যে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। ছবি: আবু হোসাইন সুমন
-
এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে এরইমধ্যে মোংলা নদীতে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ছবি: আবু হোসাইন সুমন