আজকের আলোচিত ছবি: ২৪ মে ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অপরাধী যত প্রভাবশালীই হোক, শাস্তি তাকে পেতেই হবে। অপরাধের বিষয়ে সরকারের নীতি জিরো টলারেন্স।’ ছবি: জাগো নিউজ
-
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ রাজধানীর কাকরাইলে ‘বিশ্বশান্তি-ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় গ্রেফতার ৩ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও সিলিস্তি রহমান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
পাপুয়া নিউ গিনির ছয়টি প্রত্যন্ত গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তা ও সাহায্য সংস্থাগুলো এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত ৩টার দিকে ভূমিধসের ঘটনা ঘটেছে। ছবি: এএফপি
-
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০ ম্যাচ হারের রেকর্ড গড়েছে টাইগাররা। ১৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০০টিতেই হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ আছে দ্বিতীয় স্থানে, ১৯৩ ম্যাচে ৯৯টি হেরেছে তারা। ছবি: সংগৃহীত