বৌদ্ধের আগমনের দিন আজ
শুভ বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব। এ দিনটি বৌদ্ধদের কাছে পবিত্র ও মহিমান্বিত দিন। ভগবান বু্দ্ধ বৈশাখী পূর্ণিমার বিশাখা নক্ষত্রে রাজকুমার সিদ্ধার্থ রূপে কপিলাবস্তুর লুম্বিনী কাননে জন্মগ্রহণ করেছিলেন।
-
বুদ্ধের জীবনে মহাপবিত্র ত্রিস্মৃতিবিজড়িত বুদ্ধপূর্ণিমা বৌদ্ধদের কাছে অতি গৌরবের ও মহাপবিত্র দিন হিসেবে উদযাপিত হয়। বাংলাদেশের বৌদ্ধরাও নানা কর্মসূচির মাধ্যমে এ পবিত্র দিবসটি উদযাপন করছে। ছবি: মাহবুব আলম
-
বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে শুক্লপক্ষের বৈশাখী পূর্ণিমা তিথি শুরু হবে, শেষ হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে। ফলে উদয়া তিথিতে এই পূর্ণিমা আগামীকাল পালন করবেন অনেকে। এ দিন স্নান-দান করা হবে। তবে যারা চন্দ্র অর্ঘ্য দেন ও ব্রত পালন করেন তারা আজ পূর্ণিমা পালন করবেন। ছবি: মাহবুব আলম
-
সারাদেশের মতো রাজধানীতেও পালন হচ্ছে পবিত্র বুদ্ধপূর্ণিমা। ছবি: মাহবুব আলম
-
মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সকাল থেকেই নতুন জামা পরে আসতে থাকেন বৌদ্ধের অনুসারীরা। ছবি: মাহবুব আলম
-
এদিন অনেকেই খাবারের ঢালা সাজিয়ে বৌদ্ধকে উৎসর্গ করেন পূজার মাধ্যমে। ছবি: মাহবুব আলম
-
অনেকে মোমবাতি ও ধূপ জালিয়ে আরোতি দিচ্ছেন। ছবি: মাহবুব আলম
-
বটবৃক্ষকে পানি ঢেলে বৃক্ষ সেবায় নিয়োজিত থেকে দিনটি পালন করছেন বৌদ্ধের অনুসারীরা। ছবি: মাহবুব আলম