অটোরিকশাচালকদের অবরোধে ভোগান্তি চরমে
রাজধানীতে অটোরিকশা চালানোর দাবিতে রোববার দিনভর সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় চালকদের। একই দাবিতে আজ সকাল ৯টা ৪৫ মিনিট থেকে রামপুরা এলাকা অবরোধ করেছে অটোরিকশাচালকরা।
-
জানা গেছে, অটোরিকশা চালানোর দাবিতে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে অটোরিকশাচালকরা। এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট তৈরি হয়েছে। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
এছাড়া নতুন বাজারেও প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখেন অটোরিকশাচালকরা। ছবি: আবদুল্লাহ আল মিরাজ
-
রামপুরা থানার ওসি মো. মশিউর রহমান বলেন, আজ সকালে অটোরিকশা চালানোর দাবিতে চালকরা রাস্তায় নামেন। এখন পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রেখেছে। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
সড়ক অবরোধের কারণে তীব্র যানজট দেখা দিয়েছে। অফিসগামী অনেক মানুষকে বাস থেকে নেমে পায়ে হেঁটে এবং রাইড শেয়ারিংয়ে যেতে দেখা গেছে। ছবি: আবদুল্লাহ আল মিরাজ