আজকের আলোচিত ছবি: ১৯ মে ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা- ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ইয়াসিন কবির জয়
-
সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পায়রা বন্দরের সঙ্গে দেশের সড়ক, রেলের কানেক্টিভিটি বাড়িয়ে বন্দরের কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। ছবি: জাগো নিউজ
-
রংপুর সফরে গিয়ে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। ছবি: জিতু কবীর
-
হোস্টেলের সিট ও খাবার বাণিজ্যসহ শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করেছে জামালপুরের শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজির শিক্ষার্থীরা। ছবি: মো. নাসিম উদ্দিন
-
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা ৩০ মেট্রিক টন নাসিক জাতের ভারতীয় পেঁয়াজ বিক্রি করতে না পেরে বিপাকে ব্যবসায়ীরা। ছবি: মো. মাহাবুর রহমান
-
সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে আজ মধ্যরাত থেকে দেশের দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগরে শুরু হচ্ছে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা পালনে পটুয়াখালীর কলাপাড়াসহ বিভিন্ন এলাকার জেলেরা প্রস্তুতি সম্পন্ন করেছেন। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আটকে পড়া ১৪০ শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে এনেছে পাকিস্তান। ছবি: সংগৃহীত