চা শ্রমিকদের জীবন চলে যেভাবে
ভারতের বিহার, ওড়িশা, অন্ধপ্রদেশ, উত্তর প্রদেশ, সাঁওতাল পরগনাসহ আরও অনেক জায়গা থেকে কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়েছিল এই চা শ্রমিকদের। সেখান থেকেই ব্রিটিশ মালিকানাধীন চা কোম্পানিগুলো দাসত্বতা দিয়ে তাদের বাগানের কাজে আটকে ফেলেন। এরপর থেকে তাদের বাস এই Labour, হবিগঞ্জ, মৌলভীবাজারের বিভিন্ন অঞ্চলে।
-
সারাদিনের শ্রমের তুলনায় চা শ্রমিকের মজুরি খুবই নগণ্য। ২০২২ সালে তাদের দৈনিক মজুরি নির্ধারণ করা হয় মাত্র ১৭০ টাকা। ছবি: মাহবুব আলম
-
সকাল সকাল কোদাল, ঝুড়ি মাথায় নিয়ে চা বাগানে যাচ্ছেন শ্রমিকরা। ছবি: মাহবুব আলম
-
বাগানে পৌঁছে পোশাক পরিবর্তন করে তারা কোদাল হাতে ঝুড়ি মাথায় নিয়ে নেমে যায় কাজে। ছবি: মাহবুব আলম
-
চা বাগানে কাজ করা বেশির ভাগ শ্রমিকই নারী। ছবি: মাহবুব আলম
-
কাজের ফাঁকে তৃষ্ণা মেটাচ্ছেন ক্লান্ত শ্রমিক। ছবি: মাহবুব আলম
-
বাগান পরিষ্কারে ব্যস্ত এক শ্রমিক। ছবি: মাহবুব আলম
-
মাত্র ১৭০ টাকা মজুরিতে সারাদিন কাজ করেন এই চা শ্রমিকরা। ছবি: মাহবুব আলম
-
এই সামান্য আয় দিয়েই স্বামী সন্তান নিয়ে চলে তাদের সংসার। ছবি: মাহবুব আলম
-
এত কষ্টের পরেও স্বামী সন্তান নিয়ে বেশ সুখেই থাকেন তারা। ছবি: মাহবুব আলম
-
নিজের হাতে স্বামীর নাম লিখিয়েছেন মাধবী নামের এক চা শ্রমিক। ছবি: মাহবুব আলম