এসএসসির ফলাফলে বাঁধভাঙা উচ্ছ্বাস
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১২ মে ২০২৪
আপডেট: ১২:৩৫ পিএম, ১২ মে ২০২৪
আজ বেলা ১১টার পর সারাদেশে একযোগে প্রকাশ করা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ।
-
নেচেগেয়ে, বাদ্য-বাজনা বাজিয়ে উল্লাস প্রকাশ করছে শিক্ষার্থীরা। ছবি: হাসান আলী
-
ফলাফলে শিক্ষার্থীর পাশাপাশি আনন্দিত অভিবাবকরাও। ছবি: রায়হান আহমেদ
-
বিজয়সূচক চিহ্ন দেখিয়ে আনন্দ প্রকাশ করেছে এক শিক্ষার্থী। ছবি: হাসান আলী
-
কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে উচ্ছ্বসিত তারা। ছবি: হাসান আলী
-
পরীক্ষায় তারা সবাই পেয়েছে কাঙ্খিত ফলাফল পেয়েছেন। প্রিয় বিদ্যালয়ের প্রাঙ্গণে তাদের বাঁধভাঙা উল্লাস। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। ছবি: রায়হান আহমেদ
-
সন্তানের সাফল্যে খুশি মা। এ যেন মা দিবসের বিশেষ উপহার। ছবি: বিপ্লব দীক্ষিত