চলছে ভোটগ্রহণ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
-
জানা গেছে, নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলার মধ্যে ২২টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হবে। এ ধাপে মোট ১ হাজার ৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন।
-
প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ মোট ২৮ জন প্রার্থী এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
-
রাঙ্গামাটিতে বৃষ্টি উপেক্ষা করেই ভোটকেন্দ্রে এসেছেন ভোটাররা। ছবি: সাইফুল উদ্দীন
-
চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারবিহীন কেন্দ্রের চিত্র। ছবি: এম মাঈন উদ্দিন
-
শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় ভোটার উপস্থিতি খুব বেশি না থাকায় ভোট গ্রহণে ধীরগতি লক্ষ্য করা গেছে। ছবি: ইমরান হাসান রাব্বী
-
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচনে সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম রয়েছে। বেলা বাড়লেও ভোটকেন্দ্রে ভোটার বাড়ছে না। ছবি: জাগো নিউজ
-
বগুড়ায় পছন্দের প্রার্থীকে বেছে নিতে বৃষ্টি উপেক্ষা করেই ভোটকেন্দ্রে আসছেন ভোটাররা। ছবি: জাগো নিউজ