আজকের আলোচিত ছবি: ০৭ মে ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বঙ্গভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রতিনিধিদল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র হস্তান্তর করেন। ছবি: পিআইডি
-
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ। ছবি: ইয়াসিন কবির জয়
-
গণভবনে স্মার্ট বাংলাদেশ ২০৪১ বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা অবলোকন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ইয়াসিন কবির জয়
-
আজ গণভবনে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকপ্রাপ্ত বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা। ছবি: ইয়াসিন কবির জয়
-
ঢাকার তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে প্রতিবন্ধী শিশু হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের সম্প্রসারিত ব্যারিস্টার আব্দুল গণি খান ও বাশিকপ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাতে অংশ নেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। ছবি: পিআইডি
-
চলতি মৌসুমে সরকারের বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর থেকে ভার্চুয়ালি বিভিন্ন জেলার সঙ্গে যুক্ত হয়ে ধান-চাল ও গম কেনা কর্মসূচি উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: মাসুদ রানা
-
চাঁদপুরের পদ্মা-মেঘনায় মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরার নিষেধাজ্ঞার সময় অভিযানে জেলেদের কাছ থেকে ৬০টি নৌকা জব্দ করে টাস্কফোর্স। আনুমানিক প্রায় কোটি টাকা মূল্যের এসব নৌকা এখন পড়ে পড়ে নষ্ট হচ্ছে। ছবি: শরীফুল ইসলাম
-
মুন্সিগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়েছে বিস্তৃত জমির আবাদী ফসল। ছবি: আরাফাত রায়হান সাকিব
-
চুরির অভিযোগে গর্ডন ব্ল্যাক নামের এক মার্কিন সেনা সদস্যকে আটক করেছে রাশিয়া। ছবি: সংগৃহীত