নির্ঘুম রাত কাটছে গাইবান্ধার কৃষকদের
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০৭ মে ২০২৪
আপডেট: ০৫:৪১ পিএম, ০৭ মে ২০২৪
মাঠে ঢেউ খেলছে কৃষকের সোনালি ধান। এরইমধ্যে শুরু হয়েছে ধান কাটা। তবে পাকা ধান ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকবে কি না সেই চিন্তায় কৃষকের কপালে ভাঁজ পড়েছে।
-
এখন প্রতিদিনই সন্ধ্যার পর আকাশে কালো মেঘ জমছে। একই সঙ্গে দুদিন সামান্য ঝড়-বৃষ্টি হয়েছে। ঝড়-বৃষ্টির সঙ্গে শিলা পড়া শুরু হলে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে রয়েছে উজানের বৃষ্টিতে নদ-নদীতে পানি বেড়ে বন্যার ভয়। তাই নির্ঘুম রাত কাটছে গাইবান্ধার কৃষকদের। ছবি: জাগো নিউজ
-
ধানক্ষেতে কৃষকের সীমাহীন ব্যস্ততা। কেউ পাকা ধান কাটছেন, কেউবা মাড়াইয়ে ব্যস্ত। চাষি পরিবারের ছোট-বড় সবাই মিলে সেই ধান ঘরে তুলছেন। ছবি: জাগো নিউজ
-
পাকা ধান কাটতে ব্যস্ত কৃষকরা। ছবি: জাগো নিউজ
-
কাটাধান বাড়ি নিয়ে যাচ্ছেন শ্রমিকরা। ছবি: জাগো নিউজ