ফেনীর বহুতল ভবনে আগুন
ফেনীর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
-
আজ দুপুর দেড়টার দিকে শহরের ডাক্তারপাড়া এলাকার নাথ ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
অগ্নিকাণ্ডের এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
জানা যায়, ভবনের চার তলায় একটি চিলেকোঠা থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে ঘটনা ঘটেছে। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
দুপুর ১টা ২৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সেখান বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়-ক্ষতির চূড়ান্ত পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবদুল মজিদ। ছবি: আবদুল্লাহ আল-মামুন