তীব্র গরমে নেই ধান কাটার লোক, সমস্যায় চাষিরা

প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৫ মে ২০২৪ আপডেট: ১২:১৭ পিএম, ০৫ মে ২০২৪

ঝালকাঠিতে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এরই মধ্যে আগাম চাষ করা বোরো ধান পেকেছে। তবে তীব্র গরমে মাঠের ধান কাটার শ্রমিকের সংকট দেখা দিয়েছে। শ্রমিক সংকট আর তীব্র গরমে বিপাকে পড়েছেন চলতি মৌসুমের বোরো ধান চাষিরা। তাদের দাবি, দিনে ৮০০ টাকা মজুরি হাঁকলেও মিলছে না শ্রমিক।