তীব্র গরমে নেই ধান কাটার লোক, সমস্যায় চাষিরা
ঝালকাঠিতে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এরই মধ্যে আগাম চাষ করা বোরো ধান পেকেছে। তবে তীব্র গরমে মাঠের ধান কাটার শ্রমিকের সংকট দেখা দিয়েছে। শ্রমিক সংকট আর তীব্র গরমে বিপাকে পড়েছেন চলতি মৌসুমের বোরো ধান চাষিরা। তাদের দাবি, দিনে ৮০০ টাকা মজুরি হাঁকলেও মিলছে না শ্রমিক।
-
কৃষি বিভাগ বলছে, জেলায় এ বছর ধানের ফলন ভালো হয়েছে। বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে। লাভজনক ফসলের কারণে কৃষক আগ্রহী হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জন হয়েছে প্রায় ১৫ হাজার হেক্টর। ছবি: আতিকুর রহমান
-
তবে ফসল কেটে তুলতে শ্রমিকের অভাবে সমস্যায় পড়ছেন কৃষকেরা। চলতি মাসজুড়ে সারাদেশের মতো তীব্র তাপপ্রবাহে পুড়ছে ঝালকাঠিও। ছবি: আতিকুর রহমান
-
জানা যায়, এ বছর এরই মধ্যে তাপপ্রবাহ রেকর্ড গড়েছে। আগে দেশে সর্বোচ্চ ২৩ দিন টানা তাপপ্রবাহের রেকর্ড ছিল। এ বছর তা এরই মধ্যে ২৭ দিন অতিক্রম করেছে। ছবি: আতিকুর রহমান
-
কৃষকেরা বলছেন, দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। অনেকেই বাড়তি পারিশ্রমিক দিয়ে ধান ঘরে তুলছেন। তাদের দাবি, উৎপাদন খরচ বাড়ায় এবার লোকসানের মুখে পড়তে হবে। ছবি: আতিকুর রহমান