গরমে মরছে মাছ, দিশেহারা চাষিরা
চট্টগ্রামের মিরসরাইয়ে তীব্র দাবদাহে জলাশয়ের মাছ মরে যাচ্ছে। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন মাছচাষিরা। কিছুদিন ধরে অতিরিক্ত গরমে মাছ মরে ভেসে উঠছে।
-
জানা গেছে, দেশের বেশিরভাগ জেলার ওপর দিয়ে কয়েকদিন ধরে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহের ফলে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। বিপাকে পড়েছেন মিরসরাই উপজেলার মাছচাষিরাও। লোকসানের মুখে পড়তে যাচ্ছেন শতশত মৎস্যচাষি। ছবি: এম মাঈন উদ্দিন
-
মিরসরাইয়ের মুহুরি প্রজেক্টের খন্তাকাটা এলাকার বিভিন্ন দিঘীতে গিয়ে দেখা গেছে, পুরো দিঘি মাছ মরে ভেসে উঠে সাদা হয়ে আছে। কয়েকজন শ্রমিক নৌকা নিয়ে সেসব মাছ দ্রুত সরিয়ে পাড়ে মাটিচাপা দিচ্ছেন। ছবি: এম মাঈন উদ্দিন
-
অনেকে মাছ বাঁচানোর জন্য পানি সেচসহ নানাভাবে আপ্রাণ চেষ্টা করছেন। তারপরও অতিরিক্ত তাপপ্রবাহে মরে যাচ্ছে মাছ। ছবি: এম মাঈন উদ্দিন
-
মৎস্যবিজ্ঞানী ও চিকিৎসকদের মতে, প্রচণ্ড গরমে পানিতে পিএইচের মাত্রা বেড়ে যাওয়ায় অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে। এ কারণে মাছ মারা যাচ্ছে। ছবি: এম মাঈন উদ্দিন