হার না মানা রোকসানা
প্রকাশিত: ০২:০৪ পিএম, ০১ মে ২০২৪
আপডেট: ০২:০৪ পিএম, ০১ মে ২০২৪
৪২ বছর বয়সেও সংসারের হাল টানছেন রোকসানা নামের এক নারী। কোনো অভিযোগ ছাড়াই সন্তান-সংসার সব কিছুর দায়িত্ব হাসিমুখে পালন করছেন হার না মানা এই নারী।
-
জোগালি শ্রমিকের কাজ করেন রোকসানা। দুই সন্তানের জননী এই নারী। ১০ বছর আগে স্বামী হারিয়ে এই ঘাম ঝড়ানো শ্রমের টাকা দিয়েই সন্তানদের বড় করছেন। ছবি: মাহবুব আলম
-
কাজের আশায় বাড্ডা লিংকরোড সংলগ্ন মোল্লা টাওয়ারের নিচে অন্য নারী শ্রমিকদের সঙ্গে বসে আছেন রোকসানা। শ্রমহাটে বিক্রি হলে তিনি পাবেন ৫০০ থেকে ৫৫০ টাকা। ছবি: মাহবুব আলম
-
অনেক সময় এই অপেক্ষায়ও কাজ মেলে না তার। তখন হতাশ হয়ে বাড়ি ফেরেন তিনি। কাজ না পেলে সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে কাটাতে হয় তাকে। ছবি: মাহবুব আলম
-
শুধু রোকসানাই নন, তার মতো এমন আরও অনেক নারী শ্রমিক আছেন যারা অক্লান্ত পরিশ্রম করছেন পরিবারকে ভালো রাখার জন্য। ছবি: মাহবুব আলম