শ্রমের ন্যায্যমূল্য কী পাচ্ছেন তারা?
আজ পহেলা মে। আন্তর্জাতিক শ্রমিক দিবস। প্রতি বছরই বিশ্বব্যাপী উদযাপিত হয় এই দিনটি। বিশ্বের বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো রাজপথে মিছিল ও শোভাযাত্রা করে থাকে। শ্রমিকের অধিকার ও দিবসের গুরুত্ব নিয়ে চলে সভা-সেমিনার।
-
এই দিবস পালনে কি আসলেই শ্রমিকদের অধিকার আদায় হচ্ছে? এর সঠিক উত্তর কারোরই জানা নেই। ছবি: মাহবুব আলম
-
বুড়িগঙ্গার ময়লা পানিতে ডুব দিয়ে দিয়ে বড় গাছের কাণ্ড তোলেন ‘স’ মিলের শ্রমিকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাড়ভাঙা শ্রমের ফলে তারা পান ৬০০ থেকে ৭০০ টাকা। ছবি: মাহবুব আলম
-
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই বাজারে এত কম মজুরিতে জীবন-যাপন করা খুবই কষ্টসাধ্য। ছবি: মাহবুব আলম
-
এমন কষ্টের জীবন থেকে মুক্তি পেতে প্রতিনিয়তই লড়াই করে চলছেন শ্রমিকরা। ছবি: মাহবুব আলম
-
এই কাজ করে তারা জীবন কাটালেও চান না তাদের সন্তানও এই কাজ করুক। সন্তানদের সুস্থ-স্বাভাবিক জীবন উপহার দেওয়ার জন্য প্রতিনিয়তই লড়াই করছেন খেটে-খাওয়া এই মানুষগুলো। ছবি: মাহবুব আলম